কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

download

ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।

hirapur school

প্রধান শিক্ষক

icon image
hirapur school

প্রধান শিক্ষকের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

“যত বেশি দক্ষ, ততবেশি সুবিধা; যত কম দক্ষ, তত কম সুবিধা।”
সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য যিনি সৃষ্টি জগতের প্রতিপালক। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিয়োগকারী কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি ও এলাকা-বাসীকে, যেহেতু তাঁহারা বিগত ১৯/১২/২০২৩খ্রি. তারিখ থেকে ঐতিহ্যবাহী হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়‍্যাল উচ্চ বিদ্যালয়ে আমাকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন।

প্রধান শিক্ষক হিসেবে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে, বিশ্ব মানের যোগ্যতা সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়াসে পরিবর্তিত আধুনিক শিক্ষাক্রম ও নতুন নতুন শিক্ষা পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শিক্ষাদানের মাধ্যমে বিজ্ঞান মনস্ক, সৃজনশীল, উদ্ভাবনী শক্তি সম্পন্ন, নৈতিকতা ও মনস্তাত্ত্বিক দক্ষতা সম্পন্ন সৎ, আদর্শবান, সুশিক্ষিত ভালো মানুষ গড়ে তুলতে প্রচেষ্টা চালাবো।

বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলমান এবং চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা ভোগ করতে হলে বা এ যুগের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষ জনশক্তি। আর দক্ষ জনশক্তি তৈরী করতে হলে অত্যাবশকীয়ভাবে প্রয়োজন স্মার্ট প্রযুক্তির যথাযথ ব্যবহার। এ জন্য আমার মূল লক্ষ্য হলো বিজ্ঞান মনস্ক, উদ্ভাবনী শক্তি সম্পন্ন, সৃজনশীল, নৈতিকতা সম্পন্ন, সৎ, আদর্শবান মানব সম্পদ তৈরী করা এবং মূল প্রতিপাদ্য হলো পরিবর্তিত শিক্ষাক্রমের সফল বাস্তবায়ন করে আধুনিক শিল্প বিপ্লবের যুগে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গঠনে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করা।

এবং শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি থাকবে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান মেলা, বিভিন্ন বিষয় ভিত্তিক অলিম্পিয়াড, বুদ্ধিমত্তা পরীক্ষা, জটিল সমস্যা সমাধানের পারদর্শিতা পরীক্ষা বিচারিক দৃষ্টিভঙ্গি, স্কাউটিং ও গার্ল-ইন স্কাউটিং, অন্যদের সংগে কাজের সমন্বয়, সেবা প্রদানের মানসিকতা, চিন্তার স্বচ্ছতা বিষয়ে দক্ষতা অর্জন, রোবোটিক্স ও এ আই সম্পর্কে জ্ঞানদান সহ নানাবিধ শিক্ষা।

তাই অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থীকে পরিপূর্ণ শিক্ষাদান করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও চতুর্থ শিল্প বিপ্লবের সকল সুবিধা প্রাপ্তিতে এবং প্রতিবন্ধকতা মোকাবিলায় টিকে থাকতে যোগ্য সুনাগরিক গড়ে তুলতে নিয়োগকারী কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শুভাকাঙ্খি, এলাকার সুধীজন, বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, কার্যালয় এবং সকল ধর্মের ও বর্ণের অংশীজনের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই এলাকাবাসীর বৈষম্যহীন সপ্নের বিদ্যাপীঠ।

                                             ফজলুর রহমান
                                             (এম.এ.এম.এড)
                                              প্রধান শিক্ষক
                                             হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়‍্যাল উচ্চ বিদ্যালয়।