হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা হীরাপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। এর শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর বা EIIN, হলো ১০৩১৫৭। ১৯৬৯ সালের ১ জানুয়ারী তারিখে এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিষয়ে শিক্ষা প্রদান করে।
এর এমপিও নম্বর হলো ৬০১০২১৩০২। এর স্বীকৃতি হলো সরকার কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতির স্তর হলো মাধ্যমিক। বিদ্যালয় এমপিও নম্বর ৬০১০২১৩০২ সহ এমপিও স্তর রয়েছে এবং এমপিও প্রকার হলো হ্যাঁ। হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অবস্থিত।
শিক্ষা মানুষের জীবনব্যাপী একটি প্রক্রিয়া । Education for Emancipation- “শিক্ষাই মুক্তি”। চরিত্র গঠন, মনুষ্যত্ব বিকাশ ও উন্নত জীবন গঠনে শিক্ষার কোন বিকল্প নাই। পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ভাবে সুনাগরিকের গুণাবলি অর্জন ও নৈতিকতা শিক্ষা খুবই প্রয়োজন । শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত,সুন্দর সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশের উপর কাঙ্খিত শিক্ষা কার্যক্রম বহুলাংশে নির্ভরশীল। ……
বিসমিল্লাহির রাহমানির রাহিম
“যত বেশি দক্ষ, ততবেশি সুবিধা; যত কম দক্ষ, তত কম সুবিধা।”
সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য যিনি সৃষ্টি জগতের প্রতিপালক। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নিয়োগকারী কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি ও এলাকা-বাসীকে, যেহেতু তাঁহারা বিগত ১৯/১২/২০২৩খ্রি….